নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় ডিপিডিসির (সিএসএস )মিটার রিডিং কালেক্টর আরিফুর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে কিল্লারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইন গ্রামের ইউনুস সরদারের ছেলে।
নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় মিটার রিডার আরিফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ এর স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। এই বিদ্যুৎ সংযোগ তদারকি করার দায়িত্ব ছিল আরিফুল। দায়িত্ব অবহেলার অভিযোগে বিদ্যুৎ বিভাগ তাকে বহিষ্কার করেছে।
সিআইডির পুলিশ সুপার আরোও জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে দেয়া হবে এবং ঘটনার সাথে আরও যাদের অবহেলা রয়েছে এবং ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে।