নারায়ণগঞ্জের বন্দরে শাহীন মাতব্বর নামে এক বাবুর্চিকে শ্বাসরোধে হত্যা করেছে ছিনতাইকারীরা। বুধবার রাতে তালতলা লক্ষনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সে পিরোজপুর জেলার বালিপাড়া গ্রামের মৃত সুলতান মাতব্বরের ছেলে।
নিহতের মামাতো ভাই সোহাগ জানায়, রাতে সোনারগাঁয়ের মেঘনা বসুন্ধরা ফ্যাক্টরি থেকে ফুপাতো ভাইয়ের বাসায় যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। এসময় তাকে ছিনতাইকারীরা রশি দিয়ে শ্বাসরোধে আহত করে মোটরসাইকেল, মোবাইল, টাকা লুট করে নিয়ে পালিয়ে যায় । আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থা সকালে মারা যায় সে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে তিনি ছিনতাইকারীদের কবলে পড়ে। তাকে ছিনতাইকারীরা শ্বাসরোধ করে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারেরর জন্য পুলিশের অভিযান চলছে।