নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্মম ভাবে নির্যাতনের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হওয়া দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে পুলিশ অস্ত্র আইনের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে তিনদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় দেলোয়ারকে। ওই সময় তাকে তল্লাশি করে একটি পিস্তল, ১ টি ম্যাকজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব । পরে তার তথ্য মতে সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জে দেলোয়ারের খামারে অভিযান করে র্যাব ৭ টি তাজা ককলেট ও দুই রাউন্ড গুলি কাতুর্জ উদ্ধার। পরে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করে র্যাব।