বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে এলজিইডি সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় বছরব্যাপী নিয়মিতভাবে সড়ক রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত উদ্বুদ্ধ করার নিমিত্তে এলজিইডি অক্টোবর- ২০২০ মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসাবে ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বন্দর উপজেলা কার্যালয় হইতে সাবদি বাজার পর্যন্ত রাস্তার মাসব্যাপী রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উক্ত সংস্কার কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী মালা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান, সার্ভেয়ার মেহেদী হাসান, বন্দর উপজেলা এলজিইডি সিও কাজী সাইফুল ইসলামসহ প্রমুখ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷