নারায়ণগঞ্জ বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান এর সভাপতিত্বে উক্ত ভাতার বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা অফিসার এস এম মোক্তার হোসেন৷
ভাতার বই বিতরণ অনুষ্ঠানে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ছোঁয়া আজ দেশের সর্বত্র জনগণ সুফল ভোগ করে আসছে। বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করে তিনি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন তিনি যেন দীর্ঘজীবী হয়। এসময় দেলোয়ার প্রধান আরো বলেন, আমাদের এমপি একেএম সেলিম ওসমানের কথা না বললেই নয়,তিনি কোনো দুর্নীতি ও অনিয়ম কে প্রশয় দেয় না। সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সোচ্চার যার কারণে কলাগাছিয়া ইউনিয়ন বাসী আমরা অনেক শান্তিতে আছি৷
অনুষ্ঠানে সর্বমোট ১০৫ জন প্রতিবন্ধী, ৮৬ জনকে বয়স্ক ভাতা এবং ৩৯ জনকে বিধবা ভাতার বই প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার জামান হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বার হাবিব,৬ নং ওয়ার্ড মেম্বার জিয়াউদ্দিন,৮ নং ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম, ৭,৮,৯ সংরক্ষিত ওয়ার্ড মহিলা মেম্বার উম্মে হাবিবা পান্না, ৪,৫,৬ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মাসুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন৷