৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার | রাত ৪:৪২ মিনিট
ঋতু : শীতকাল | ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

শিরোনাম :
হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের হদিস নেই ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ সিটি করপোরেশন পরিচালনায় কমিটি, কাউন্সিলরের দায়িত্বে থাকবেন যিনি কর্মীদের উদ্দেশে শিবির সেক্রেটারির জরুরি বার্তা ‘শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে, আইন ভাঙলে ব্যবস্থা’ রেমিট্যান্স নিয়ে আবারও সুখবর চাঁদাবাজির অভিযোগে সেনা বাহিনীর হাতে সোনারগাঁও উপজেলা  বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর গ্রেপ্তার বন্দরে পরিবেশ দূষণের দায়ে ব্যাটারী কারখানা বন্ধের নোটিশ সড়ক যেন অপরাধীদের কবলে ! এ যেন মরন ফাঁদ!!  মদনপুর -মদনগঞ্জ সড়ক|| পুলিশী টহল বৃদ্ধির আশ্বাস ওসির… সাবেক এমপি শামীম ওসমানের স্নেহভাজনআলীর বিএনপি নেতা হওয়ার খায়েশ পূর্বাচলের অস্ত্র উদ্ধার মামলা৭ বছরেও অস্ত্রের উৎস মেলেনি জিআই পণ্যের স্বীকৃতি পেল মধুপুরের আনারস মিরপুরে নয় কানপুরেই শেষ সাকিবের ক্যারিয়ার! অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন পঞ্চগড়ে কুকুরের কামড়ে নার্সসহ আহত ১৪ দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত : জয়নুল ফারুক স্কুলে ভর্তিতে এ বছরও থাকছে লটারি শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে : জিএম কাদের

মানবিক পুলিশ এর প্রতিচ্ছবি: করোনায় মানবিক পুলিশ নিয়ে প্রকাশ হচ্ছে বই

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশে করোনাকালে ‘সম্মুখসারির যোদ্ধা’ হিসেবে পুলিশের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। অদৃশ্য এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুভয় উপেক্ষা করে বাংলাদেশ পুলিশের বীরত্বগাথা বই আকারে সম্পাদিত করলেন পুলিশের উপপুলিশ কমিশনার ডিবি (লালবাগ) মো. রাজীব আল মাসুদ (২৫তম বিসিএস, পুলিশ ক্যাডার)। এ পুলিশ কর্মকর্তা বইটির নাম দিয়েছেন ‘মানবিক পুলিশ এর প্রতিচ্ছবি’। পরিকল্পনায় পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এবং তত্ত্বাবধানে আছেন মো. মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)।

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বইটি প্রকাশ করছে পেনসিল প্রকাশনী। প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ আনোয়ার বলেন, ‘বিভিন্ন ধরনের বই প্রকাশ করলেও এবারই প্রথম করোনায় পুলিশের সব কর্মকাণ্ড নিয়ে এমন সংকলন প্রকাশ হচ্ছে। এর বিষয়বস্তু এতটাই প্রাসঙ্গিক, আমরা আন্তরিকতা দিয়ে প্রকাশ করছি। আশা করছি, সেপ্টেম্বরের শেষ দিকে বইটি প্রকাশ করতে পারব।’  ‘মানবিক পুলিশ এর প্রতিচ্ছবি’-কে মহামারির সময়ে পুলিশের ভূমিকায় ‘করোনাকালীন ইতিহাস বই’ এবং পুলিশের ‘ইনস্টিটিউশনাল মেমোরি’ হিসেবে মনে করেন রাজীব আল মাসুদ। তিনি বলেন, ‘আবার যদি এ ধরনের মহামারি আসে, জনগণ তখন বুঝতে পারবে করোনা-সংকটে পুলিশ কীভাবে কাজ করেছে। তার সূত্র হিসেবে মানুষ বইটি থেকে পুলিশের সব কর্মকাণ্ড জানতে পারবে। তাই একে পুলিশের সাফল্যগাথার বইও বলতে পারি। আমি চাইব শুধু শহর নয়, বইটি প্রত্যন্ত অঞ্চলের পাঠাগার পর্যন্ত পৌঁছে যাক।’  এ বইয়ে মোট ১৬টি অধ্যায় রাখা হয়েছে। আরো থাকছে পুলিশ হাসপাতালের প্লাজমা দান, করোনায় মৃত্যুবরণ করা মানুষদের দাফনে এগিয়ে আসাসহ পুলিশের সব মানবিক কাজ। থাকছে গণমাধ্যমে প্রকাশ হওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসাবাণী। এ ছাড়া পত্রিকায় প্রকাশিত পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎকার। ডিবি কর্মকর্তা রাজীব আল মাসুদ বলেন, ‘বইয়ে কোনো লেখাই আমার নয়। পুরোটাই সাংবাদিক, দেশবরেণ্য কলামিস্টদের তথ্যবহুল লেখা। সব নিউজই দেশের প্রতিষ্ঠিত বিশ্বস্ত অনলাইন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে নেওয়া। বইয়ে তুলে আনা সব লেখায় শুরু থেকে কবে কোন গণমাধ্যমে এসেছে, তার সূত্রও দেওয়া রয়েছে। শেষ অংশে কিছু ছবি থাকবে। প্রতিটি ছবিতে থাকবে পুলিশের একেকটা গল্প ও পরিশ্রমের ছাপ।’ করোনায় পুলিশের ইতিবাচক ও প্রশংসিত কর্মকাণ্ড একত্র করে বই আকারে প্রকাশের পরিকল্পনা গত দেড় মাস আগে করেন ডিবি কর্মকর্তা রাজীব আল মাসুদ। সবকিছু সংগ্রহ করতে সময়-মেধা-শ্রম সবই দিতে হয়েছে। তাঁর মতে, ‘পুলিশের ভালো ভালো কাজের মূল্যায়ন হয় অনেক দেরিতে কিংবা অবমূল্যায়িত থেকে যায়। মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হন পুলিশ। কিন্তু স্বাধীনতার ৪০ বছর পর এসে স্বাধীনতা পদকের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। দেশমাতার জন্য এমন বড় বড় ক্রাইসিস পুলিশ জীবন বাজি রেখে সামাল দিয়েছে। দেশে যেকোনো ঘটনা ঘটার পর মানুষ সাধুবাদ জানালেও পরে বিস্মৃত হয়।’ রাজীব আল মাসুদ বলেন, “‘মানবিক পুলিশ এর প্রতিচ্ছবি’ বইটি আর্কাইভ আকারে সাজিয়ে প্রমাণ করতে চেয়েছি, পুলিশ অনেক ভালো কাজ করে। দেশের যেকোনো বিপদে তারাই প্রথম ঝাঁপিয়ে পড়ে। পুলিশের এসব কাজের প্রমাণ দিয়েছে দেশের গণমাধ্যম। আমি শুধু শ্রম এবং সময় দিয়ে এগুলো একত্র করেছি। এটাই আমার প্রকাশের মূল উদ্দেশ্য।” তিনি বলেন, ‘এ বইয়ের লভ্যাংশের বড় অংশ যাবে করোনায় আক্রান্ত হয়ে শহীদ হওয়া পুলিশ সদস্যের পরিবারের সহযোগিতায়।’