নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জনকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন ওসমানের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর বুধবার বাদ আছর বন্দর রুপালী আবাসিক এলাকায় ভূমি অফিস সংলগ্ন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ এর উদ্যোগে উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রসমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, মহানগর ছাত্রসমাজের সভাপতি শাহ আলম সবুজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল,জেলা ছাত্র সমাজের সিনিয়র সহ সভাপতি মুরাদ হোসেন মুন্না, মহানগর ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি শুভ ভূঁইয়া, বন্দর উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক নয়ন সর্দার, সদস্য-সচিব পারভেজ, যুগ্ম-আহ্বায়ক পারভেজ, শুভ, সজীব, বায়জিদ,রাব্বানী সহ ছাত্র সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে জনাবা পারভীন ওসমান সহ ওসমান পরিবারের সকলের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।