জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী ভার্চুয়াল আয়োজনে যুক্ত হবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা।
এ আয়োজনে ২২ সেপ্টেম্বর ভোর ৪টায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এবারের সম্মেলনে বেশ কয়েকটি বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
করোনা মোকাবিলায় বৈশ্বিক প্রেক্ষাপট, ভ্যাকসিন, রোহিঙ্গা সঙ্কট জলবায়ু পরিবর্তনসহ নানান বিষয় প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পাবে বলে জানান তিনি। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভবিষ্যত করণীয়সহ বাংলাদেশের প্রেক্ষাপটের নানান বিষয় তুলে ধরবেন।
করোনা মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ এবং ভ্যাকসিন পাওয়া গেলে সহজলভ্য দামে সেটি দেশের জন্য আনার বিষয়টিতে প্রধানমন্ত্রী জোর দেবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।