৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৩:১৬ মিনিট
ঋতু : গ্রীষ্মকাল | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম :
যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন ওবায়দুল কাদের মোনাজাতে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদলেন লাখো মানুষ মদনপুরে ছাত্র-  হত্যাকারী ওহিদের বাড়িতে নারায়ণগঞ্জ বিএনপি’র শীর্ষ নেতাদের মিলন মেলা ?  নিখোঁজের ৫ দিন পর সিরাজুল ইসলাম নামের ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার  বিএনপির আড়ালে সক্রিয় আওয়ামী লীগ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! বেইমানি করেছে সবাই, আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী গাজায় গণহত্যা সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ মার্চে আসা রেমিট্যান্সে ভাঙল সব রেকর্ড গাজাবাসীর সমর্থনে হরতালের ডাক সারজিসের ড. ইউনূস ও বিমসটেক- সম্মেলন দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বাংলাদেশ ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র……………. এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান তারেক রহমান র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৬ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার গত একসপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় ২৭০ শিশু নিহত… স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে………… গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে : নাহিদ চট্টগ্রামে শিশু বলাৎকার, শিক্ষক আটক-এন সিটি নিউজ২৪.কম

বন্দরে ডিগবল র্টুনামন্টে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  আশা– আন্দোলন হতে হবে খেলার মাঠের জন্য

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দরে ডিগবল র্টুনামন্টে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  আশা– আন্দোলন হতে হবে খেলার মাঠের জন্য

এন সিটি নিউজ২৪ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা ন্দরবলেছেন, আমাদের সমাজে কিছু শত্রু আছে যারা চিহিৃত, আর কিছু শত্রু আছে খালি চোঁখে দেখা যায় না। যে শত্রুতাটা দেখা যায় সেই শত্রুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি, নিজেদের বাঁচাতে পারি। কিছু শত্রু আছে আমরা দেখতে পারি না আর যুদ্ধও করতে পারি না, সেই শত্রুটা হলো মাদক। মাদকের বিরুদ্ধে আমাদের স্বোচ্চার থাকতে হবে, মাদকের বিরুদ্ধে তরুণ সমাজটাকে আমাদের বাঁচাতে হবে। শনিবার ১৫ ফেব্রুয়ারি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জিইএনজে প্রীতি ডিগবল র্টুনামন্টেরে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাদকের হাত থেকে আমাদের ছেলেদের বাঁচাতে হলে সর্বপ্রথম ছেলেদের খেলার মাঠে রাখতে হবে। যখন আমাদের ছেলেরা মাঠে থাকবে খেলাধুলায় ব্যস্ত থাকবে সেই ছেলে গুলো মাদকের দিকে যাবে না। এলাকার মুরুব্বীদের উদ্দেশ্য করে আশা আরও বলেন, এলাকায় মাঠের স্বল্পতা রয়েছে, খেলার জন্য মাঠের ব্যবস্থা করে দিতে হবে। আগে আমাদের যে পরিমাণ মাঠ ছিল এখন কিন্তু সে পরিমাণ মাঠ নেই। আন্দোলন হতে হবে খেলার মাঠের জন্য, আমার ভুমি দখলের জন্য আন্দোলন করি, মারামারি করি। আসেন আমরা সবাই মিলে খেলার মাঠের জন্য আন্দোলন করি। বিশিষ্ট সমাজ সেবক জামান খা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামান মেম্বার, ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, বন্দর থানা অটো ও সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, শান্তিনগর নৌযান শ্রমকি কমটিরি উপদষ্টো মাকসুদুল রহমান জুয়লে, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন, জাকির ও শাহাদাৎ। খেলার পরে বিজয়ী কল্যান্দি নয়ানগর টিমের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।