ফেব্রুয়ারির ২৮ দিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৮ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটে ১৩টি। বাকি ১৫টি ঘটনা শিশু নির্যাতনের।
নয়জন করে নারী ও শিশু নির্যাতিত হয়েছে রাজশাহীতে। আর চাঁপাইনবাবগঞ্জে চার নারী এবং ছয় শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডির ‘রিসার্চ এন্ড ডকুমেন্টেশন সেল’ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ফেব্রুয়ারিতে পাঁচ নারী ও দুই শিশুকে হত্যাচেষ্টা, দুই নারী ও তিন শিশু ধর্ষণ, এক নারীর আত্মহত্যা, দুই শিশুর আত্মহত্যার চেষ্টা, এক শিশু অপহরণ এবং এক নারী যৌন হয়রানির শিকার হন।
অন্যদিকে, ফেব্রুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জে চার নারী নির্যাতনের খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে একটি আত্মহত্যার ঘটনা ঘটে। এছাড়া ভোলাহাটে একটি হত্যা, শিবগঞ্জ উপজেলায় দুটি নারী নির্যাতনের ঘটনা ঘটে।
জেলায় এ মাসে শিশু নির্যাতনের ছয়টি ঘটনার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে পাঁচটি পাচারের ঘটনা ঘটে এবং শিবগঞ্জে একটি অপহরণের ঘটনা ঘটে।