দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানের পাশাপাশি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে দেখা যায় এ শিল্পীকে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। এ সরকারের আমলে করা একটি মামলায় কারাগারেও থাকতে হয়েছে তাকে। তারপরও দমে যাননি তিনি। বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এবার তিনি দেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কথা জানালেন। ষড়যন্ত্রের বন্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন আসিফ। মূলত দেড় মাসের ব্যবধানেই তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বিশেষ করে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ।
পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। বন্যার প্রভাবে নোয়াখালী ও কুমিল্লার লাখো মানুষও বিপাকে পড়েছেন। এই পরিস্থিতিতে আসিফ আকবর ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করবো। ইনশাআল্লাহ।