চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রুপ দুটি সিএফসি ও সিক্সটি নাইন। সিএফসি গ্রুপটি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং সিক্সটি নাইন গ্রুপটি সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় সিএফসি গ্রুপের এক কর্মী সিক্সটি নাইন গ্রুপের এক নেতাকে কলার ধরে মারধর করে। এরপরই বিষয়টি জানাজানি হলে গ্রুপ দুটির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।এদিকে আজ দুপুর ১টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ২০ জন আহত হয়। সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চবি।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে এই দুই গ্রুপের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া চলে।শিক্ষার্থীরা জানায়, কামরুল ইসলাম নামে এক শিক্ষার্থী সিক্সটি নাইন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিজয় গ্রুপে যোগ দেন। মূলত গ্রুপ পাল্টানো নিয়ে দুই গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ ছিল।