সুপারস্টার শাহরুখ খানের বাংলো মান্নাতে অনুমতি ছাড়া ঢুকে পড়ায় দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মুম্বাই পুলিশ জানায়, বৃহস্পতিবার বাইরের দেয়াল টপকে মান্নাত প্রাঙ্গণে প্রবেশ করার পর নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে।জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, গুজরাট থেকে এসেছে তারা। ‘পাঠান’ তারকার সঙ্গে দেখা করতে চেয়েছিল ২০ থেকে ২২ বছর বয়সী দুই যুবক। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে অনুপ্রবেশ এবং অন্যান্য প্রাসঙ্গিক অপরাধের একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
এদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। সিনেমটি বিশ্বজুড়ে ১০০০ কোটি রুপি আয় করেছে এ পর্যন্ত। অ্যাকশনে ভরপুর ছবিতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।শাহরুখ এখন তার আসন্ন ছবি ‘জওয়ান’ এবং ‘ডানকি’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। খবর এনডিটিভি