কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ২০ ডিসেম্বর
সভাপতি পদে আমিরুজ্জামান ও হাজী মাঈনউদ্দিন
বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ২০ ডিসেম্বর । এমন তথ্য নিশ্চিৎ করেছেন বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। ১২ডিসেম্বর সোমবার সকালে বন্দর উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান এক আলোচনার মাধ্যমে সম্মেলনের তারিখ নির্ধারন করেন।
এ উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার যেন কমতি নেই। নেতাকর্মীদের বহুল প্রত্যাশিত এ সম্মেলনকে কেন্দ্র করে যার যার অবস্থান জানান দিতে চলছে প্রস্তুতি। সম্মেলনের তারিখ ঘোষনার পর পরই প্রার্থীরা যার যার অবস্থান থেকে শীর্ষ নেতৃবৃন্দের দারস্থ হচ্ছে। এবারের সম্মেলনে সাজ সাজ রব থাকবে এমনটাই জানালেন বন্দর উপজেলা শীর্ষ নেতৃবৃন্দ।
তারা আরো জানান,‘আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রে বিশ্বাসী দল তাই সম্মেলনে কাউন্সিলররা সিদ্ধান্ত দেবেন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতে। সে অনুযায়ী দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। তারপরে যোগ্য নেতৃত্ব দেখে শক্তিশালী একটি ইউনিয়ন কমিটি গঠন করা হবে।’
বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান গনমাধ্যমকে বলেন, আগামী ২০ ডিসেম্বর কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ত্যাগী ও দক্ষ নেতৃত্বই স্থান পাবে। তবে আওয়ামী লীগ একটি বড় দল। প্রতিযোগিতা থাকবে কিন্তু দলের শৃঙ্খলা ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
এদিকে কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের সভাপতি পদ প্রার্থী হিসেবে রয়েছেন পূর্বের কমিটির সভাপতি আমিরুজ্জামান,অপর সভাপতি প্রার্থী কলাগাছিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন। অন্যদিকে সাধারন সম্পাদক পদে রয়েছে বর্তমান কমিটির সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম ও সাবেক ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন এবং জারসিস । কিন্তু বর্তমানে সভাপতি পদ নিয়ে চলছে আলোচনার কেন্দ্র বিন্দু।
বর্তমান সভাপতি আমিরুজ্জামান জানান,আমি দীর্ঘদিন কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের দূর্দিনে কাজ করেছি। দলীয় অনুশাষন মেনে বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে অগ্রনী ভূমিকা পালন করেছি। বিএনপি-জামাত শাষনামলে নির্যাতিত হয়েছে। কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের কর্মী-সমর্থকরা দলকে সুসংগঠিত করতে পূণরায় আমাকেই দায়িত্ব নিতে বলছে। দল আমাকে যোগ্য মনে করলে আমি দায়িত্ব ইনশাআল্লাহ।
অপরদিকে একই সভাপতি পদে তরুন প্রার্থী হাজী মাঈনউদ্দিন বলেন, আমি বিগত সময়ে কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আ’লীগের দুঃসময়ে বিএনপি-জামাত সরকার শাষনামলে দলের সকল কর্মসূচিতে জড়িত ছিলাম। পরবর্তী সময়ে জীবনের তাগিদে প্রবাসে থেকেও আ’লীগের কর্মীদের খোজ খবর নিয়েছি। দলীয় সকল কর্মসূচিতে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছি। দেশের ক্রান্তিকালেও ঘরবন্ধী মানুষের পাশে থেকে সহায়তা করার চেষ্টা করেছি। সুবিধা বঞ্চিত মানুষের শীত নিবারন করতে শীতবস্ত্র দিয়ে পাশে ছিলাম। বর্তমানে আমি কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের সভাপতি প্রার্থী হয়েছি একটি কারনে সেটা হচ্ছে আমি এই অবহেলিত ্ইউনিয়নবাসীর পাশে দাড়াতে চাই। যেহেতু আমার জন্ম বুরুন্দি গ্রামে। একটি আধুনিক ইউনিয়ন গড়তে আমি চেষ্টা করছি। আমি সভাপতি হই বা নই আ’লীগের কর্মী হয়ে সব সময় পাশে থাকব। বিগত সময়ে যারা কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের নেতৃত্ব দিয়েছেন তারা আমার সিনিয়র। আমি সব সময়ই তাদের সম্মানের চোখে দেখি। তারা পূণরায় নেতৃত্বে আসলে তাদের স্যালুট জানিয়ে একসাথে কাজ করব। শুধু সকলের দোয়া চাই।