সিনেমায় অভিনয়ের পাশাপাশি তারকারা অন্যান্য ব্যবসাও করেন। শাহরুখ খানের রেড চিলিস, ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থা হিসেবে নামকরা। রেস্টুরেন্ট ব্যবসা আছে প্রিয়াংকা চোপড়ার। বলিউডের মতো দক্ষিণের তারকারাও নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। এ তালিকায় শুরুর দিকেই থাকবেন থালাপতি বিজয়, রামচরণ, আল্লু অর্জুন, রানা দাগ্গুবতির মতো তারকারা।অভিনয়ের বাইরের তাদের এ ব্যবসাগুলো বিচিত্র। যেমন থালাপতি বিজয়ের রয়েছে একাধিক হল, যা তিনি ভাড়া দেন। আমরা সাধারণত কমিউনিটি সেন্টার বলে যা বুঝি ব্যাপারটা সে রকম। বিয়ে ও বিভিন্ন সভার জন্য এসব ভাড়া দেয়া হয়। তামিলনাড়ুতে তার বিপুল ব্যবসা। চেন্নাইয়ে তার ছেলে, স্ত্রী ও মায়ের নামে এসব হল রয়েছে।
অন্যদিকে, রানা দাগ্গুবতি ‘কওয়ান’ নামের এক ব্যবস্থাপক সংস্থার প্রধান। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে এ প্রতিষ্ঠান। এছাড়া প্রযোজনা সংস্থা ও গানের স্টুডিও রয়েছে তার। ‘অমর চিত্র কথা’ নামের জনপ্রিয় কমিক বইয়ের ফ্র্যাঞ্চাইজ়িও তারই। এছাড়া প্রযুক্তি পণ্যের ব্যবসাও শুরু করতে চলেছেন এ অভিনেতা।ব্যবসা বুদ্ধিতে রামচরণও কম নন! চিরঞ্জীবির এ পুত্র একদিকে প্রযোজক। অন্যদিকে বিমান সংস্থা ‘ট্রু জেট’-এর মালিক। প্রযোজনা সংস্থা লাভজনক অবস্থায়ই আছে। বিমান থেকেও উপার্জন ভালো। রামচরণের স্ত্রীও বিপুল সম্পত্তির অধিকারী। বেসরকারি হাসপাতালের মালিকানা রয়েছে তার। সেই সঙ্গে হায়দরাবাদে পোলো এবং রাইডিং ক্লাবের মালিক রামচরণ ও তার স্ত্রী উপাসনা।গুছিয়ে ব্যবসা করছেন আল্লু অর্জুনও। হায়দরাবাদে ‘বাফেলো উইংস’-এর ফ্র্যাঞ্চাইজি়র স্বত্ব রয়েছে তার। এর বিজ্ঞাপনেও তাকে দেখা যায়। পাশাপাশি নিজস্ব প্রেক্ষাগৃহও তৈরি করাচ্ছেন ‘পুষ্পা’-অভিনেতা। নাম ‘এ এ এ সিনেমাজ অ্যাসোসিয়েশন’, যা আগামী বছর থেকেই চালু হবে।তালিকায় এসে পড়বেন মহেশ বাবুও। তারও নিজস্ব প্রেক্ষাগৃহ চালু হতে চলেছে শিগগিরই। তিনি আর তার স্ত্রী নম্রতা এক রেস্তোরাঁরও মালিক, যার নাম ‘মিনার্ভা কফি শপ’।