কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে সেনেগালের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ গোলে জয়ের ম্যাচে খেলেননি রহিম স্টার্লিং। কাতার ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন এই ফরোয়ার্ড, রোববার খবরটি নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাসায় সশস্ত্র ডাকাতের হামলার কারণে দেশে ফিরতে হচ্ছে তাকে।শনিবার সন্ধ্যায় স্টার্লিংয়ের সারের বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনা জানতে পেরে ম্যাচের দিন সকালে কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপ ছাড়ার সিদ্ধান্ত নেন ২৭ বছর বয়সী।
ইংল্যান্ডের জয়ের পর সাউথগেট নিশ্চিত করেন, স্টার্লিংকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। লন্ডনে উড়ার দেবেন তিনি। কবে ফিরবেন, তার ঠিক নেই। সূত্রগুলো বলছে, ইংল্যান্ড টুর্নামেন্টে টিকে থাকলে দেখা যেতে পারে তাকে। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।বিস্তারিত ঘটনা পরিষ্কারভাবে জানা যায়নি। স্টার্লিংয়ের মা, তার বান্ধবী পেইজ এবং দুই সন্তান কাতারেই আছেন।আগামী শনিবার আল বায়াত স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে ইংল্যান্ড।