বন্দরে দুস্থ নারীদের মাঝে চেক বিতরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ অসহায় নারীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে চেক বিতরণ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুঃস্থ নারী ও শিশু সাহায্য তহবিল থেকে ১৯ জন অসহায় নারীকে এ চেক প্রদান করা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরাত এ খুদা. সাংবাদিক আতাউর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা একেএম মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।