দুই দফা দাবিতে মেরিন ছাত্র পরিষদের মানববন্ধন
প্রধানমন্ত্রীর বরাবর দুই দফা দাবিতে এক মানববন্ধন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী মো. আশিক আল মামুন, মো. আল আমিন, মো. আব্দুল হাকিম, খালিদ মোহাম্মদ আক্কাশ ও মো. গোলাম আজম প্রমুখ। বন্দরে অবস্থিত মেরিন শিক্ষার্থীরা মানববন্ধনে দুই দফা দাবি উত্থাপন করে বলেন, ১. ২০১০ সাল থেকে অদ্যবধি ও ভবিষ্যতে আইএমটি সমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে। ২. মারচেন্ট সিপ-এ ১২ মাস সী-সার্ভিস সম্পন্ন করার পর কোসি ক্লাশ-৩ পরিক্ষায় অংশ গ্রহনের সুযোগ প্রদান করতে হবে। ১৯৮৮ সাল থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলজির ছাত্ররা সিডিসি পেত। খুবই হাস্যকর বিষয় ২০১০ সাল থেকে চাকুরীর স্বল্পতার কারণ দেখিয়ে এ সিডিসি বন্ধ করে দেয়া হয়। প্রায় এক যুগ হয়ে গেলেও সেই কাঙ্খিত সিডিসির দেখা পাচ্ছে না ডিপ্লোমা মেরি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। এ ছাড়াও (বিআইএমসিও)র ২০২১ সালের প্রকাশিত এক রির্পোট অনুসারে ২০২৬ সালের মধ্যে বিশ্ব প্রায় ৮৯ হাজার ৮’শ জন অফেয়ারের সংকটে পড়তে যাচ্ছে। অভিজ্ঞতার আলোকে এ সকল মেরিন ইঞ্জিনিয়ারদের বেতন ১৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। গত ৮ নভেম্বর হইতে আমরা সিডিসির দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছি।