নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর কর্মকর্তা সাজিদুল রহমানকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে বারদী ইউনিয়নের মিছরিপাড়া এলাকায় হান্নান মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। সে টাঙ্গাইলের মিরপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দুপুরে বারদী ইউনিয়নের মিছরিপাড়া এলাকার হান্নানের বাড়ী থেকে এনজিও কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, কিস্তির লেনদেনের কোন সমস্যা নিয়ে এ হত্যাকান্ড হতে পারে। ঘটনার পর থেকে হান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে এবং আরো কেউ এ হত্যার সাথে জরিত কিনা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।