রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ।আজ মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটু লাভের আশায় ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
এর আগে ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় শাহিন হলদারের জালে মাছটি ধরা পড়ে।মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ভোরে শাহিন হলদার তার সহযোগিদের নিয়ে পদ্মায় জাল ফেলে। ভোরে ৭ নম্বর ফেরি ঘাটের কাছে বোয়ালটি তাদের জালে আটকা পরে। পড়ে দৌলতদিয়ার রওশন মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেই। আশা করছি সন্ধ্যার আগেই মাছটি বিক্রি হয়ে যাবে।