ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় আসামি নবিরুল ও সান্টি সাত দিনের রিমান্ডে। মামলা ডিবিতে হস্তান্তর; আসামিদের নেয়া হচ্ছে ডিবি কার্যালয়ে।
বুধবার গভীর রাতে সরকারি বাসভবনের নিরাপত্তা প্রহরীকে আটকে রেখে, ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) হেলিকপ্টারে ইউএনওকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হয়েছে। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা খানম।