বন্দরে পেপার মিলের অন্তরালে অবৈধ ব্যাটারী কারখানা বন্ধের দাবিত মানববন্ধন
বন্দর(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:বন্দরে কেওঢালা এলাকায় অবস্থিত পেপার মিলের অন্তরালে গড়ে তুলেছে অবৈধ ব্যাটারী কারখানা। এ কারখানার বিষাক্ত কেমিক্যাল ও পুরাতন ব্যাটারী পোড়ানোর ধোঁয়ায় এলাকায় পরিবেশ বিপর্যস্ত। অবৈধ ব্যাটারী কারখানা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে এক মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি ও এলাকাবাসী।
এ মানববন্ধনে অংশ নেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির বন্দর উপজেলা শাখার পরিচালক হাফেজ মো. পারভেজ ও সাধারণ সম্পাদক গাজী এম এ শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মো. আলীনুর ইসলাম, বন্দর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জুয়েল, জুয়েল ভূঁইয়া আবুল কাশেম, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মতিন, সফিকুল ইসলাম ভূঁইয়া, আক্তার হোসেন মোল্লা ও শেফালী বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য বক্তরা বলেন, গাজীপুর পেপার মিলের ভেতরে অবৈধ ভাবে পরাতন ব্যাটারী পুড়িয়ে সিশা বের করে নতুন ব্যাটারীর কারখানা গড়ে তুলেছে। কারখানার বিষাক্ত ধোঁয়া ও কেমিক্যালে পরিবেশ দোষিত হচ্ছে। এতে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, পাঁচড়া অ্যাজমা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করে কারখানাটি বন্ধের দাবি জানিয়েছেন। মানববন্ধনে ৪০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে দুরপাল্লার যাত্রী সাধারণগন। মহাসড়কে যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. নুর নবী ও বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা। পরে পুলিশের হস্তক্ষেপে মানববন্ধন তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মানববন্ধন আয়োজনে কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন ব্যাটারী কারখানার কর্তৃপক্ষ।