বন্দরে বাস উল্টে আহত ১০
ইব্রাহীম খলিল (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে অন্তত দশ জন আহত হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকালে ঢাকা—চট্টগ্রাম মহা-সড়কে পিপাসা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায় নি।
পুলিশ জানায়, সকালে মতলব এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় অন্তত ১০জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় আল—বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত মোটরসাইকেল চালককে কাঁচপুর হাইওয়ে থানার অ্যাম্বুলেন্সে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।