নারায়ণগঞ্জের বন্দরের মিজান সিকদার মিশর হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত মিঠু বন্দর উপজেলার নোয়াদ্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুন্না ও চয়ন একই এলাকার। রায় ঘোষনার সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের (পরির্দশক) আসাদুজ্জামান জানান, মিজান গাজীপুরে একটি ডাইং ফ্যাক্টরিতে কাজ করেন। ২০১৯ সালের ২২ জুলাই বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য নিজ বাড়িতে অবস্থান করছিলেন মিজান। রাতে মশার কয়েল আনতে দোকানে গেলে পূর্বশত্রুতার জেরে মিঠু ও তার লোকজন কাইট্রাখালি এলাকার মৃত.শফিউদ্দিন সিকদারের ছেলে মিজান সিকদারকে ছুরিকাঘাতে হত্যা করে। এঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করলে দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দিলে আদালত এ রায় ঘোষণা করে।