খাগড়াছড়িতে ৯টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (৩১ আগস্ট ২০২২ইং ) দুপুরের দিকে খাগড়াছড়ি নারকেলবাগান এ অবস্থিত চক্ষু হাসপাতাল সহ মোট নয়টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।এর মধ্যো খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, চাঁদনী ক্লিনিক, কেএসটিসি ডায়াগনস্টিক এর এক্সরে মেশিন সিলগালা করা হয়েছে। ক্লিনিকগুলোতে যে সমস্ত জিনিসের ঘাটতি ছিল এক্সরে টেকনোলজিস্ট ডাক্তার না থাকায় ফেয়ার হেলথ ক্লিনিক, চাঁদনী ক্লিনিক খাগড়াছড়ি মেডিকেল সেন্টার চেঙ্গী কাঁশবন হাসপাতাল ও পানখাইয়া পাড়ায় অবস্থিত কেএসটিসি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান। এসময় খাগড়াছড়ি জেলা সির্ভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সির্ভিল সার্জন ডা:মিটন চাকমা, খাগড়াছড়ি সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সনজিব ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের সিনিয়র ডা:সুবল জ্যোতি চাকমা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের জানান স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক। খাগড়াছড়িতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।