মহানগর ২০ নং ওয়ার্ড যুবলীগ ও স্বেচ্ছাবলীগের উদ্যোগে
বিশাল মিছিল শামীম ওসমানের জনসভায় যোগদান
নারায়নগঞ্জ মহানগর ২০ নং ওয়ার্ড যুবলীগ ও স্বেচ্ছাবলীগের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের জনসভায় যোগদান করেছেন।শনিবার দুপুরের পর নারায়নগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুর নির্দেশে ২০ নং ওয়ার্ডের যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী সমাবেশে যোগদান করেন । নারায়ণগঞ্জ মহানগর তথা ২০ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সুমন হোসেনের নেতৃত্বে শত শত নেতাকর্মী নানা স্লোগান দিয়ে সমাবেশে যোগদান করেন। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ জসিম খন্দকার, মোঃ খালেক সরদার, মোহাম্মদ হাসান, রমজান, মোহাম্মদ আলম, চান্দু ,সোহেল, মারুফ ,প্রমূখ। সমাবেশে যোগদান করা মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নানা স্লোগান দিয়ে সভাস্থলে পৌঁছায় ।এ সময় সব স্থলে উপস্থিত জেলার বিভিন্ন এলাকা থেকে জমায়েত হওয়া হাজারো নেতাকর্মী হাততালি দিয়ে মিছিলকে স্বাগত জানায় ।