এশিয়ান মেনস অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে ইরাককে হারিয়ে বাংলাদেশের শুরুটা হয়েছে জয় দিয়ে।বাহরাইনে সোমবার (২১ আগস্ট) লাল-সবুজ দল ৩-১ সেটে হারিয়েছে ইরাককে। শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ম্যাচের রাশ টেনে ধরে আলিপোর আরজির দল।
প্রথম সেটে তানভীর-শাফিনরা ২৫-১৯ পয়েন্টে হেরে যায়। তবে দ্বিতীয় সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে ম্যাচে ফিরে আসে। ২৬-২৪ পয়েন্টে জিতে ১-১ সমতায় ফেরে।তৃতীয় সেটেও থাকে বাংলাদেশের জয়ের ধারাবাহিকতা। ২৫-১৯ পয়েন্টে জয় আসে। আর চতুর্থ ও শেষ সেটে ইরাক লড়াই করেও পারেনি। হেরেছে ২৫-২২ পয়েন্টের ব্যবধানে। তাতেই লাল-সবুজ দলের জয় নিশ্চিত হয়ে যায়।বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে আরেক শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে।