বন্দরে অবৈধ ড্রেজার ও পাইপ স্থাপন করে শীতলক্ষ্যা নদী দখল
বন্দরে ড্রেজার পাইপ স্থাপন করে শীতলক্ষ্যা নদী দখল করে নৌ চলাচলে বিঘ্ন ঘটানো সহ ফসলি জমি ভরাট করার অভিযোগ উঠেছে কতিপয় ড্রেজার সন্ত্রাসীদের বিরুদ্ধে। এছাড়াও বন্দর ২১ নং ওয়ার্ডের রুপালি আবাসিক এলাকার রাস্তার উপর দিয়ে ড্রেজারের পাইপ বসানোর কারণে মটরযান,রিক্সা চলাচলেও বিঘ্ন ঘটছে। এতে নানাবিধ ভোগান্তিতে পড়েছে উক্ত এলাকার বাসিন্দারা। এ বিষয়ে নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আহমেদকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি জানান, রুপালী নদীর তীরে দুইটি ড্রেজার রয়েছ যার মধ্যে একটি বৈধ আর একটি অবৈধ৷ বৈধ ড্রেজারটি ত্রীবেনী খালের সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহৃত হচ্ছে আর অবৈধ ড্রেজার টি মাসুদ,উজ্জ্বল সহ কয়েকজন স্থাপন করে বলে জানান তিনি। বন্দর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর দুপাশে অত্যন্ত সংকীর্ণ এরই মধ্যে বালু দস্যুরা ড্রেজার বসিয়ে নদীকে আরো সংকীর্ণ করেছে এবং নদীর পাড়ে সরকারি ব্লক বানানো কাজেও বিঘ্ন ঘটছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি। সরেজমিনে গিয়ে দেখা যায় বন্দর রুপালি সরকারি ভূমি অফিস ও মেরিন টেকনোলজি সংলগ্ন দুইটি ড্রেজার বসানো৷ এর মধ্যে একটি ড্রেজার নদীর অনেকাংশ জায়গা দখল করে স্থাপন করার কারনে নদীতে চলাচলরত বিভিন্ন ধরনের নৌ-যান চলাচলে সমস্যায় পড়ছে। অপরদিকে বন্দর সোনাকান্দা হাট সংলগ্ন, শান্তিনগর,নবীগঞ্জ কাইতাখালী সহ বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজারের ছড়াছড়ি। ড্রেজার বসিয়ে নদী দখল করা ও উচ্ছেদ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র নৌ ব্যবস্থাপনা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবুলাল বৌদ্ধ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এই বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করবো