অপশক্তি ও অগণতান্ত্রিক শক্তি আবারো শয়তানী শুরু করেছে- শামীম ওসমান এমপি
বন্দরে আওয়ামীলীগের কর্মী সভায়
বন্দর প্রতিনিধি / বঙ্গবন্ধুসহ পরিবার হত্যার নীল নকশার নায়ক ছিলেন জিয়াউর রহমানসহ তার দোসররা।
বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে বিএনপি আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারে কে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা আপা বিদেশ ছিলেন বলে বেঁচে আছেন। জননেত্রী শেখ হাসিনা কি পরিমান কষ্ট বুকে ধারন করে সকল বিষ হজম করছেন। হিমালয় পরিমান কষ্ট যা গত ১৬ আগস্ট সরাসরি বলেছেন। এতিম শেখ হাসিনা ৩১ বছর বয়সে ১৯৮১ সালে জালিম জিয়াউর রহমান সরকারের সময় দেশে আসেন। ৩২ নং বাড়িতে ২ মিনিট দাঁড়িয়ে দোয়া করার সুযোগ দেয়নি। তারপরও হাল ছাড়েননি। মাত্র ৩১ বছর বয়সে দলের হাল ধরেন। ২১ বছর জনস্বার্থে আন্দোলন, সংগ্রাম করে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসে।আওয়ামীলীগের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি শামীম ওসমান ৪৯ জন তাঁজা প্রান গুলোকে গুলি করে হত্যা করে। লাশগুলো দাপন করতে দেয়নি বিএনপি সরকার। মৃত্যু ব্যাক্তিদের উপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। ১ টি লাশের শরীর থেকে ৭০ টি ছিটা গুলি বের করে পুনরায় গোসল করিয়ে মাঠি দেয়। দল ক্ষমতায় আসার পর নেত্রীকে বললাম, তিনি বললেন ধয্য ধরও। ধয্য ধরেতো দেখলাম জননেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত দিয়েছে। হত্যার বদলে হত্যা না। দেশ ও দেশের মানুষকে ভালবাসার নামই রাজনীতি।
দেশের আলোচিত ও সমালোচিত প্রভাবশালী সাংসদ শামীম ওসমান আরো বলেন, ঐ অপশক্তি ও অগণতান্ত্রিক শক্তি আবারো শয়তানী শুরু করেছে। বিদেশ থেকে তাদের জন্য প্রচুর টাকা আসছে। কিন্তু এবারও তারা সফল হবে না। আগামি নির্বাচনে আবারও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কারন শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে। শয়তানের চেয়ে ইমানদারের শক্তি বেশি। যেভাবে খেলতে চাইবে সে খেলার জন্য আমারা প্রস্তুত আবার জয়ও হবে আমাদের।
বিএনপির মহাসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক দেশবিরোধি বক্তব্যের সমালোচনা করে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কোন আঘাত এলে লাখো মানুষকে সাথে নিয়ে কঠোরভাবে জবাব দেয়া হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আগামি ২৭ আগস্ট নগরীর ডিআইটি চত্বরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জনসভার ঘোষণা দিয়ে সবাইকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহবান জানান সংসদ সদস্য শামীম ওসমান।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় থানা ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন