ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী পাচ্ছেন প্রতিমন্ত্রীর মর্যাদা।রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রগণের পদমর্যাদা নির্ধারণ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রগণের পদমর্যাদা নির্ধারণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন। এমতাবস্থায় মেয়রগণের স্ব স্ব নামের পাশে বর্ণিত পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।