পরিচয় লুকিয়ে নিজের ভাইয়ের নামে টিসিবির লাইসেন্স নিতে পলাশের গোপন মিশন
সাউদ রহমান…
নিজের নামে টিসিবির লাইসেন্স থাকা সত্ত্বেও নিয়ম নীতির তোয়াক্কা না করে ভাইয়ের নামে আরও একটি লাইসেন্স পেতে গোপন মিশনে নেমেছে আহসান হাবীব পলাশ নামের টিসিবির এক ডিলার। স্বপ্ল আয়ের মানুষের জন্য সরকারের বরাদ্দ তেল, ডাল ও চিনি সাফাই করতেই তার এ মিশন বলে স্থানীয়রা জানান। পলাশ এর আগে রমজান মাস, পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিম্ম আয়ের মানুষের জন্য সরকারী বরাদ্দ ছোলা, তেল, ডাল ও চিনি কালো জাবারে বিক্রি করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে সূত্র জানায়।
সূত্র জানায়, সদর উপজেলার শহীদ নগর এলাকার আবদুল কুদ্দুস আজাদের ছেলে আহসান হাবীব পলাশের মেসার্স জহুরা এন্টার প্রাইজ নামে একটি টিসিবির লাইসেন্স রয়েছে। দীর্ঘদিন ধরে সে এই লাইসেন্সের মাধ্যমে শহীদনগর মসজিদ মার্কেটের ঠিকানায় টিসিবি পণ্য উত্তোলন করে আসছে। বর্তমানে নাসিক ১৮ নং ওয়ার্ডে মালামাল সরবরাহ করছে। টিসিবির নিয়ম অনুযায়ী একই ওয়ার্ডে দুটি লাইসেন্স দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া একই পরিবারে দুটি লাইসেন্স ইস্যু করারও কোনো নিয়ম নেই। পলাশ এ সব নিয়মনীতি উপেক্ষা করে তার লাইসেন্সের কথা গোপন রেখে অর্থের বিনিময়ে তার ভাই পারভেজের নামে আরও একটি লাইসেন্স নেওয়ার পায়তাঁরা করছে। তা ইস্যু করার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনের কাছে যাবতীয় কাগজপত্র জমা দিয়েছে। এলাকাবাসী জানান , কালো বাজারে সরকারের তেল চিনি ও ডাল বিক্রি করে পলাশ ইতোমধ্যে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আরেকটি লাইসেন্স ইস্যু করা হলে তার লুটপাটের মাত্রা আরও বেড়ে যাবে। এ অবস্থায় তার ভাইয়ের নামে লাইসেন্স ইস্যু না করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।