কিউবায় একটি জ্বালানি ডিপোতে বজ্রপাত থেকে হওয়া বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ বিস্ফোরণে ১২৭ জন আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৭ দমকলকর্মী। আহতদের মধ্যে জ্বালানি মন্ত্রী লিবান আরোন্তেও আছেন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ১৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতাও চেয়েছিল কিউবা। সাহায্যের আবেদনে সাড়া দেওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, আর্জেন্টিনা, চিলিকে ধন্যবাদ জানিয়েছে দেশটি।
পশ্চিমাঞ্চলীয় মাতানজাস প্রদেশের কর্মকর্তাদের মতে, যেখানে শুক্রবার গভীর রাতে বজ্রপাত একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে এবং সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত। সেখান থেকে শনিবার সকালে আরেকটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ে ও ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা লুইস আরমান্দো ওং শনিবার সন্ধ্যায় জানান, ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
খবর এএফপি