সদ্য মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি ‘দ্য গ্রে ম্যান’-এর জন্য প্রশংসায় ভাসছেন দক্ষিণী অভিনেতা ধানুশ। বলা যায়, একপ্রকার টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন তিনবারের জাতীয় পুরস্কার বিজয়ী এ অভিনেতা।এর আগে টালিউডের পাশাপাশি বলিউডেও ‘রানঝানা’, ‘শামিতাভ’, ‘আতরাঙ্গি রে’ ছবি দিয়ে নিজের ছাপ রেখেছেন ধানুশ। এরপরই হলিউড ছবিতে ‘দ্য গ্রে ম্যান’-এ তার ছোট চরিত্র দিয়ে বড় নাম কামাতে চলেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলি অভিনেত্রী কারিনা কাপুরও ধানুশের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।
কারিনা বলেন, ‘ধানুশ এত দারুণ অভিনেতা, দুর্দান্ত! প্রতিবার কোনো চরিত্রে তাকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। তার পারফরম্যান্স অন্য মাত্রা।’এদিকে, বর্তমানে তামিল-তেলুগু সিনেমা ‘ভাথি’র শুটিং নিয়ে ব্যস্ত ধানুশ। এরপরই ‘রকি’, ‘সানি কাইয়াধাম’ ও ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমার কাজ শুরু করবেন তিনি।সূত্র: টাইমস অব ইন্ডিয়া