বন্দরে মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ছামেদ আলী মিয়ার ছেলে ব্যবসায়ী নবীহোসেনকে প্রাননাশের হুমকিসহ তার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একই এলাকার ভূমিদস্যু মনির হোসেন ওরফে মনুগং। সম্প্রতি তিনি তার ক্রয়কৃত জমিতে গেলে মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে ভূমিদস্যু মনির হোসেন ওরফে মনু,তার দুইভাই মাসুদ ও মাহাবুব মিলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শণ করছে বলে তিনি গনমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন।
এ বিষয়ে গত ৩০ জুলাই তিনি নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে উল্লেখিত আসামীদের বিরোদ্ধে ১৪৫ধারায় পিটিশন মামলা করেন। এমনকি জীবনের নিরাপত্তা চেয়ে ইতিপূর্বে জেলা পুলিশ সুপারের বরাবরে অভিযোগও করেন।
জানাগেছে,বন্দর মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ছামেদ আলী মিয়ার ছেলে ব্যবসায়ী নবীহোসেন উত্তর চানপুরপাড়া মৌজাস্থ নাসির উদ্দিন মিয়ার কাছ থেকে গত ৩বছর পূর্বে মদনপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ছামেদ আলী মিয়ার ছেলে ব্যবসায়ী নবীহোসেন ৭শতাংশ জমি ক্রয় করেন। পরে তিনি তার ক্রয়কৃত জমিতে বিভিন্ন প্রজাতির গাছগাছালী রোপন করেন। পাশ্ববর্তী জমির মালিকানাধীণ ভূমিদস্যু একই গ্রামের মনির হোসেন ওরফে মনু,তার দুইভাই মাসুদ ও মাহাবুব মিলে জমির ক্রয়কৃত মালিক নবীহোসেনকে হুমকিসহ নানাভাবে হয়রানি করে আসতেছে। এমনকি ওই জমিতে কখনো বসতি করতে পারবেনা বলে হুমকি প্রদর্শণ করছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে নবীহোসেন ওই জমিতে গেলে বিভিন্ন প্রকারের উশৃঙ্খল প্রকৃতির ব্যাক্তিদের দিয়ে নানা অপপ্রচার করে বেড়াচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে জমির মালিক নবীহোসেন উল্লেখিত ভূমিদস্যুদের কবল থেকে মুক্তি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছে।