বিশেষ প্রতিনিধি :-
প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের “তথ্য এন্ট্রি ” করা হচ্ছে। তার -ই ধারাবাহিকতায় বন্দর উপজেলায় ২নং হাজীপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে আগামী কাল ৪ই আগষ্ট বৃহস্পতিবার সকালে শিশু দের কে ব্লাডগ্রুপ পরিক্ষা করা হবে এবং পরিক্ষা নির্নয় শেষে তথ্যসূত্র উল্লেখ করে student unigvc I D card প্রদান করা হবে। এবং প্রতিটি শিক্ষার্থীর আলাদাভাবে প্রাফাইল করা হবে সকল শিক্ষার্থীর নিজস্ব আই ডি কার্ডে তার জীবন বিওানন্ত তথ্যের উল্লেখ্য থাকবে তাই ২নং হাজীপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৪ই আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত একটানা এই কার্যক্রম চলবে। এই রক্তের গ্রুপ পরীক্ষার কর্মসূচি বাস্তবায়নে যারা সার্বিকভাবে পরিচালনা ও সহযোগিতা করবেন অন্যষা ফাউন্ডেশন ও বন্দর সিটি ডায়াগনস্টিক সেন্টার এবং সার্ভিক তত্ত্বাবধানে থাকবেন ২নং হাজীপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন সরকার সহ অত্ত বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি। এবং এই বন্দর উপজেলায় হাজীপুর ঐ প্রথম” এই ধরনেরই আয়োজন.এই শোক এর মাসে মানব সেবা করার লক্ষ্যে এই মহতি উদ্যোগ কে শাধু বাদ জানিয়েছেন সকলে।