বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন বিদেশি বা অন্য কোনো লিগে খেলতে পারবেন না সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানরা।সোমবার (১ আগস্ট) মিরপুর শেরে-ই-বাংলায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। একই সময় গড়াতে পারে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ, আরব আমিরাত লিগ, এমনকি মিনি আইপিএল খ্যাত দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগ। এই সময় বিদেশি খেলোয়াড়দের দলে ভেড়াতে হিমশিম খাবে ফ্রাঞ্চাইজিগুলো। তাই এবারের আসরকে জমজমাট করার লক্ষ্যে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে সেই সময় বিদেশি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না বোর্ড।তিনি বলেন, শুধু আমাদের দেশের কথা না প্রত্যেকটা সদস্য দেশগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে, এনওসির বিষয় আছে। এই বিষয়গুলো সবাই মেনে চলে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না নিজের দেশের একটা প্রতিযোগিতা রেখে কেউ অন্য দেশে খেলতে যাবে না।নিজামউদ্দিন চৌধুরী বলেন, বিদেশি কোন ক্রিকেটার যদি আমাদের টুর্নামেন্ট খেলতে চায় তাহলে সুযোগ আছে। আবার আমাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় বাইরের টুর্নামেন্ট খেলে। এবার হয়তো সেই সুযোগটা নাও থাকতে পারে। বাইরের টুর্নামেন্টগুলো হয়তো তারা মিস করবে।