কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নির্মূলে অভিভাবক,শিক্ষক সমাজসহ সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানালেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নির্মূলে অভিভাবক এবং শিক্ষক সমাজসহ সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহবান জানান। পাশাপাশি এ ব্যাপারে পুলিশ আইন মোতাবেক যথাযথভাবে কাজ করছে বলেও জানান ডিআইজি। তিনি বলেন, নানা অপরাধে জড়িয়ে পড়া কিশোররা আমাদের সমাজেরই সন্তান। তাদেরকে অপরাধ ও মোবাইল কেন্দ্রিক অপরসংস্কৃতি থেকে সঠিক পথে ফিরিয়ে আনা সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব। কিশোরদের ভেতরে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে তাদেরকে খেলাধূলার দিকে উদ্বুদ্ধ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
ডিআইজি হাবিবুর রহমান এসময় দেশ পরিচালনায় ভবিষ্যত প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও মুক্তিযুদ্ধের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দরা।