৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:৫১ মিনিট
ঋতু : গ্রীষ্মকাল | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম :
যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন ওবায়দুল কাদের মোনাজাতে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদলেন লাখো মানুষ মদনপুরে ছাত্র-  হত্যাকারী ওহিদের বাড়িতে নারায়ণগঞ্জ বিএনপি’র শীর্ষ নেতাদের মিলন মেলা ?  নিখোঁজের ৫ দিন পর সিরাজুল ইসলাম নামের ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার  বিএনপির আড়ালে সক্রিয় আওয়ামী লীগ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! বেইমানি করেছে সবাই, আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী গাজায় গণহত্যা সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ মার্চে আসা রেমিট্যান্সে ভাঙল সব রেকর্ড গাজাবাসীর সমর্থনে হরতালের ডাক সারজিসের ড. ইউনূস ও বিমসটেক- সম্মেলন দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বাংলাদেশ ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র……………. এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান তারেক রহমান র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৬ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার গত একসপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় ২৭০ শিশু নিহত… স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে………… গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে : নাহিদ চট্টগ্রামে শিশু বলাৎকার, শিক্ষক আটক-এন সিটি নিউজ২৪.কম

পাঞ্জাবে মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট পুনঃগণনার নির্দেশ, দলত্যাগীরা বাদ

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

পাকিস্তানের রাজনীতি নতুন মোড় নিয়েছে। পাঞ্জাব প্রদেশর মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট পুনঃগণনার নির্দেশ দিয়েছে লাহোর হাইকোর্ট। সেইসাথে ইমরান খানের পিটিআইয়ের দলছুট ২৫ জনের ভোট হিসাবের মধ্যে না রাখার নির্দেশও দেয়া হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী পদে হামজা শরিফের টিকে থাকা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এটি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের জন্যও একটি বিপদসঙ্কেত হতে পারে।

বিচারপতি সাদাকাত আলী খানের নেতৃত্বে লাহোর হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ আজ বৃহস্পতিবার ৪-১-এ এই রায় দেয়া হয়।

এই রায়ের ওপর মন্তব্য করতে গিয়ে জিও নিউজের অ্যাঙ্কর ও আইন বিশেষজ্ঞ মুনিব ফারুক বলেন, সংবিধানের অনুচ্ছেদ ১৩০(৪) অনুযায়ী, কোনো প্রার্থী প্রাদেশিক পরিষদের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা না পেলে দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটি হবে।

লাহোর হাইকোর্ট ১ জুলাই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দিয়েছেন। তবে ওই অধিবেশনে স্পিকার চৌধুরী পারভেজ এলাহি সভাপতিত্ব করতে পারবেন না। কারণ তিনিও মুখ্যমন্ত্রী পদে প্রার্থী।

এদিকে রায়ের পর ক্ষমতাসীন পিএমএল-এন তেনা আতাউল্লাহ তারার বলেন, তারা আদালতের ইস্যু করা সকল রায়ের প্রতি শ্রদ্ধাশীল।
তিনি বলেন, আদালত আগের নির্বাচনগুলো যেমন বাতিল করেননি, তেমনি নতুন নির্বাচনের আদেশও জারি করেননি। তবে আদালত আগেরবার যে পিটিআইয়ের দলচ্যুত ২৫ জনের ভোট বাতিল করার নির্দেশ দিয়েছেন। আর হামজা শাহবাদ নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকছেন।

তিনি বলেন, প্রাদেশিক পরিষদে পিএমএল-এনের ১৭৭ জনের সমর্থন রয়েছে। আর ইমরান খানের পিটিআইয়ের রয়েছে ১৬৮ ভোট।
তিনি বলেন, পরিষদে আমরা ৯ ভোটে এগিয়ে রয়েছি।

হামজা আর মুখ্যমন্ত্রী নন
তবে পিটিআই নেতা মেহমুদ-উর-রাশিদ জিও নিউজকে বলেন, লাহোর হাইকোর্ট তাদের দায়ের করা তিনটি পিটিশনের সবগুলোই গ্রহণ করেছে।
তিনি বলেন, হামজা আর মুখ্যমন্ত্রী নন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে আবার নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচনে পিটিআই জয়ী হবে।

বর্তমানে ক্ষমতাসীন জোটে ১৭৭ এমপিএর সমর্থন রয়েছে। এর মধ্যে পিএমএল-এনের আছে ১৬০ জন, স্বতন্ত্র চারজন, রাহ-ই-হক পার্টির একজন এবং পিপিপির সাতজন। অন্যদিকে পিটিআইয়ের আছে ১৫৮ জন এমপিএ। এছাড়া তাদের ২৫ এমপিএ দলত্যাগ করায় আসন হারিয়েছেন। তবে সংরক্ষিত আসনের সদস্যদের যোগ হবে। এছাড়া পিএমএল-কিউয়ের ১০ এমপিএর সমর্থনও তারা পাবে। ফলে তাদের সমর্থন দাঁড়াবে ১৭৩-এ। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান থাকবে চার ভোটের। হামজা জয়ী হলে এই মাত্র চার ভোটেই জয়ী হতে পারেন।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল