নারায়ণগঞ্জ বন্দরের ফনকুল ও শাসনেরবাগ এলাকার ৫টি ইটভাটাকে ১৬লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃৃহস্পতিবার দুপুরে সিনিয়র সহকারি সচিব পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তর এনফোর্সমেন্ট এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে একটি টীম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশের ছাড়পত্রবিহীন এবং আবাদী জমি বিনষ্টসহ নীতিবর্হিভূতভাবে পরিচালনার দায়ে এসব ইটভাটাকে পৃথক পৃথক পরিমাণে অর্থদন্ড করা হয়। এদের মধ্যে চাচা-ভাতিজা ব্রিকফিল্ডকে ১লাখ,বন্ধু ব্রিকফিল্ডকে ৫লাখ,একতা ব্রিকফিল্ডকে ৫লাখ,বিসমিল্লাহ ব্রিকফিল্ডকে ২লাখ এবং মাশাল্লাহ ব্রিকফিল্ডকে ৩লাখ টাকা। র্যাব-পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতায় ম্যাজেষ্ট্রেট ছাড়াও চৌকশ ওই টীমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া,র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১’র এএসপি মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার উপ-পরিদর্শক হানিফ মাহমুদ।