বন্দরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
বন্দরের লাউসার এলাকায় মোবাইলে ছবি আপলোড করতে গিয়ে ছাদ থেকে পড়ে পারভীন আক্তার(৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বন্দরের লাউসার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বন্দরের ধামগড় ইউনিয়নের লাউসার এলাকার রুবেল মিয়ার স্ত্রী ও কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর এলাকার রুকু মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও ধামগড় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই এমদাদুল হক জানান, শনিবার দুপুরে মোবাইলে ছবি আপলোড করার জন্য ইন্টারনেটের দ্রুত গতি পেতে বাড়ির ছাদে উঠেন পারভীন আক্তার। এ সময় ছবি আপলোড করার সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।