নাসিব ২০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুরাদের উঠান বৈঠক ও নির্বাচনী ক্যাম্পে উদ্বোধন
নাসিব ২০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম নবী মুরাদের উঠান বৈঠক ও নির্বাচনী ক্যাম্পে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৭ ই নভেম্বর বিকেলে দড়ি সোনাকান্দা পাঠানবাড়ি এলাকায় নির্বাচনে উঠান বৈঠক করেন গোলাম নবী মুরাদ। সিডিসি নেত্রী সুমি আক্তারের সভাপতিত্বে নির্বাচন উঠান বৈঠক প্রধান অতিথি ছিলেন, কাউন্সিলর প্রার্থী গোলাম নবী মুরাদ। এই সময় উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদের সভাপতি ডাক্তার শফিউল্লাহ সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন ,সমাজসেবক আসাদ মৃধা আজহারুল ইসলাম বুলবুল, মনির পাঠান কুদ্দুস মিয়া জব্বর পাঠান, জসিম উদ্দিন পাঠান, আব্দুল খালেক ।এ সময় কাউন্সিলর প্রার্থী মুরাদ বলেন ,আমার কোন চাওয়া পাওয়া নেই, জনগণের চাওয়াই আমার চাওয়া । মহামারী করোনার কারণে দীর্ঘ সময়ে উক্ত ওয়ার্ডের অনেক কাজ করা সম্ভব হয়নি। আমাকে আরেকবার সুযোগ দেন আমি বাকি কাজগুলো সম্পন্ন করব। জনগণকে নিয়ে কাজ করব। বাদ এশা দড়ি সোনাকান্দা মোড়ে নির্বাচনী ক্যাম্প উদ্ভোধন করেন।