স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
মুজিব জন্মশত বর্ষ , স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাকপাড়া এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মোল্লা, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক আবুল কালাম ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল রহমান সবুজ, মোঃ সিদ্দিকুর রহমান,মোঃ রকি মোল্লা, কামরুল হাসান দিপু, মোঃ শাহাবুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সহ সভাপতি আবুল হোসেন।