নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় অবৈধ ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্টফোন ও ২টি ল্যাপটপ। ভোরে জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, ওই এলাকার ওবায়দুর রহমানের ছেলে সাইদুর রহমান ও তার সহযোগী হাসিবুল ইসলাম। দুপুরে আদমজী র্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পরিচালক মেজর হাসান শাহরিয়ার এ তথ্য জানান।তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ তারা লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তাদের দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান মধ্যপ্রাচ্যের একটি কোম্পানীর সাথে যােগাযােগ স্থাপন করে নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন যাবৎ ভিওআইপি ব্যবসা পরিচালনা আসছে। এতে প্রায় ২৮ কোটি টাকা তারা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করেছে। গত চার বছরে সরকারের প্রায় তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তবে বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশী সার্ভার ভাড়া করে মােবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করে এ ব্যবসা পরিচালনা করে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।