মানিকগঞ্জে জেলার সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিচ ইয়াবা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। আজ মঙ্গলবার গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরন করা হয়েছে। তার আগে গতকাল সোমবার (৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকার পাখিল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (২১) ও জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা বাস্তা গ্রামের বিন্দু মিয়ার ছেলে সাদ্দাম(২৭)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।