মেয়র আইভীর পক্ষে মনোনয়নপত্র ক্রয়—-
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর তিনটায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতারা।
মনোনয়নপত্র সংগ্রহের পর আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। তার পক্ষে নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যথাসময়ে এটি নির্বাচন অফিসে জমা দেয়া হবে। উন্নয়ন প্রতীক নৌকা আবারও সিটি কর্পোরেশনে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা ।
এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, অ্যাড. মো. আসাদুজ্জামান, আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. শহীদুল্লাহ প্রমুখ।