জনগণই আমার মূল শক্তি- নারী কাউন্সিলর প্রার্থী মায়া নূর আহমেদ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। সরগরম হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের আওতাধীন বন্দরের কদম রসুল এর ৯ টি ওয়ার্ড। এরইমধ্যে বন্দরের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী সকলের প্রিয় মুখ শিক্ষিত, মেধাবী, নারী উদ্যোক্তা মায়া নূর আহমেদ মায়া নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করে চলছেন। সর্বস্তরের মানুষের চাওয়া-পাওয়ার প্রতীক হিসেবে মায়া নূর আহমেদ মায়া ১,২০ ও ২১ ওয়ার্ড হতে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচনী প্রচারণা গণসংযোগ উঠান বৈঠক করে ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। শুক্রবার সকালে মায়া নুর আহমেদ মায়া ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে এলাকার শত শত নারী-পুরুষ তার সাথে একাত্মতা প্রকাশ করে নির্বাচনী সালাম প্রদান করেন। গণসংযোগ টি এক সময়ে গণ জোয়ারে পরিণত হয়ে মিছিলে রূপান্তিত নেয়। নির্বাচনী গণসংযোগ টি ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা, দড়ি সোনাকান্দা ,ফরাজীকান্দা মামুদনগর, বেপারীপাড়া ও চৌধুরীপাড়া বিভিন্ন সড়ক ঘুরে কেল্লা সামনে এসে শেষ হয়। এ সময় কাউন্সিলর প্রার্থী মায়ানুর বলেন, জনগণই আমার মূল শক্তি। জনগণের চাওয়ায় ও তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনারা আপনাদের মূল্যবান ভোট যোগ্য ব্যক্তি কে প্রদান করবেন এটাই আমার আশা। কোন অপরাধী র পরিবারকে নয়, যারা দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা ও নানা অপকর্মের সাথে জড়িত তাদের থেকে দূরে থাকবেন। তাদেরকে ভোট দিয়ে সমাজ ও দেশকে ধ্বংস করবেন না। এটাই আপনাদের কাছে আমার চাওয়া ।