নাসিক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহেন শাহর দিনব্যাপী প্রচারনা……
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২০ নং ওয়ার্ডে সর্বস্তরের জনগনের মনোনীত প্রার্থী সৎ, নীর্ভিক, গরীব, দুখী মেহনতী মানুষের আস্থার প্রতিক আলহাজ্ব শাহেন শাহ আহম্মেদ এর দিব্যাপী নির্বাচনী প্রচারনা করে ব্যস্তসময় পার করছেন। এরই অংশ হিসাবে উক্ত ওয়ার্ডের সোনাকান্দা ডকইয়ার্ড ও বেপারীপাড়া , ফরাজীকান্দা হাজীপুর এলাকায় নির্বাচনী উঠান বৈঠকসহ ক্যাম্প উদ্ভোধন করেন। মিলাদ ওেোয়া মাহফিলের মধ্য দিয়ে ক্যাম্প উদ্ভোধন করা হয়। উঠান বৈঠকে২০ নং ওয়ার্ড সাধারণ জনগণ তারে বক্তব্যে বলেন, কাউন্সিলর গোলাম নবী মুরাদ তেমন কোন উন্নয়ন করেনি। গোলাম নবী মুরাদ যে প্রতি শ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে ভোট চেয়ে ভোট নিয়ে ছিলো তার কোন মূল্য আমাদের চলোমান কাউন্সিলর রাখেনি ।, আমাদের কোন উন্নয়ন করে নি।,সোনাকান্দা ডকইয়ার্ডের পাসের মানুষ আমরা সবচেয়ে বেসি অবহেলিত ও বঞ্চিত। তাই আমরা এবার পরিবর্তন চাই,। কাউন্সিল না হয়ে ও এই ওয়ার্ডের মানুষের পাশে নিঃস্বার্থ ভাবে ছিলো আমাদের আলহাজ্ব শাহেন শাহ আহম্মেদ । কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব শাহেন শাহ আহম্মেদ বলেন ,আমি কোন মিথ্যা আশা দিয়ে আপনাদের পাশে আসিনাই, আমি সবসময় চেষ্টা করেছি আল্লাহ রহমতে আমি যেন মানুষের পাশে নিঃস্বার্থ ভাবে থাকতে পারি, আমি এবারও আপনাদের জন্য আপনাদের কথায় নির্বাচনে দাড়িয়ে ছি।, আপনারা অনেকে অনেক কিছু বলেছেন ৫ বছরের নির্যাতিত , অবহেলিত মানুষ আপনারা এই ২০ নং ওয়ার্ড বাসি, গোলাম নবী মুরাদ কথা দিয়ে কাজ করেনি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে পারি, আমকে একটি করে ভোট দিয়ে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন। উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন কুসুম, মোঃ আহম্মদ আলী, মোঃ শামসুম মোঃ তুহিন মোঃ ফরহাদ মোঃরিপন মোঃ ফারুক মোঃমুসলিম মোঃরায়হান মোঃডালিম মোঃবিপুল মোঃকালু প্রমূখ