বন্দরে যাত্রীবেশী ছিনতাইকারি কর্তৃক
আড়াইহাজার উপজেলার কৃষি কর্মকর্তাকে পিটিয়ে টাকা ও মোবাইল লুট। মামলা
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জে পৌছে দেওয়ার কথা বলে আড়াইহাজার উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তাকে প্রাইভেট কারে তোলে নিয়ে স্কচটেপ দিয়ে হাত পা ও মুখ বেঁধে এটিএম কার্ড ও নগদ টাকা এবং একটি মোবাইল সেট ছিনিয়ে পালিয়েছে যাত্রী বেশী ছিনতাইকারিরা। গত ২৯ নভেম্বর সোমবার সকাল ১০টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভ’ক্তভোগী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী বাদী হয়ে অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক ও অজ্ঞাত যাত্রীবেশী ৩ ছিনতাইকারি বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। জনা গেছে, গত ২৯ নভেম্বর মোমবার সকাল পৌনে ৮টায় আড়াইহাজার উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী কৃষি সম্প্রসারন অধিদপ্তর নারায়ণগঞ্জ মাসিক সম্মনয় মিটিংয়ে অংশ গ্রহন করার জন্য আড়াইহাজার হইতে রওনা হয়ে একই তারিখে সকাল সাড়ে ৮টায় বন্দর থানাধীন মনপুরস্থ ইসলামিয়া মার্কেটের সামনে আসে। পরে এক অজ্ঞাত নামা এক প্রাইভেটকার চালক কৃষি সম্প্রসারন কর্মকর্তাকে কোথায় যাবে বলে জিজ্ঞাসা করে। পরে কৃষি কর্মকর্তা নারায়ণগঞ্জে যাবে বলে জানালে ওই সময় প্রাইভেটকার চালক ২’শ টাকা নারায়ণগঞ্জে নিয়ে যাবে বলে রাজি হয়ে তাকে গাড়ীতে তোলে। গাড়ীটি কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত নামা ৩ জন প্রাইভেটকার চালককে ইশারায় গাড়ী থামাতে বলে এবং তারা জানায় তারা নারায়ণগঞ্জে যাবে। পরে চালক তাদেরকেও গাড়ী উঠিয়ে নারায়ণগঞ্জে দিকে রওনা করলে কিছূ দূর যাওয়ার পর যাত্রী বেশী ৩ জন ছিনতাইকারি গাড়ী চালকের সহযেগিতায় স্কচটেপ দিয়ে কৃষি কর্মকর্তার হাত পা মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তারা উল্লেখিত কৃষি কর্মকর্তাকে গাড়ী ভিতরে বেদম ভাবে মারধর করে তার সাথে থাকা সোনালী ব্যাংকের প্রদত্ত এটিএম কার্ড, একটি মোবাইল সেট, ১টি হাতঘড়ি ও পকেটে থাকা নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে যাত্রীবেশী ছিনতাইকারি চক্র কৃষি কর্মকর্তাকে হাত পা ও মুখ বাধা অবস্থায় সোনারগাঁ থানার মোগড়াপাড়া পল্লী বিদুৎতের সামনে একটি কাঁশবনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে কৃষি কর্মকতাকে হাত পা ও মুখ বাধা অবস্থায় একজন ভ্যান চালক তাকে উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঢকা চট্রগ্রাম মহাসড়কে কৃষি কর্মকর্তার কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা লুন্ঠিত মোবাইল ও টাকা উদ্ধারসহ প্রাইভেটকারটি সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।