দেশে একদিনে করোনায় আরও ২৬৪ জনের মৃতু্যু হয়েছে। এটা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে চলতি মাসের ৫ই আগস্টেও মৃত্যুর একই সংখ্যা ছিল। নতুন মৃত্যু নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ১৬১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯০৩ জন এবং এখন পর্যন্ত ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৭০৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ এবং ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।