নানা আয়োজনে…….
বন্দরের কৃতি সন্তান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সফিউল্লাহর মৃত্যুবাষিকী পালিত
বন্দরের কৃতি সন্তান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক,বন্দর ক্রীড়া কল্যান পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য সফিউল্লাহর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ জুন তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ১২০ জন এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরনপূর্বে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সফিউল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ নিজাম, ক্বারী হাফেজ শহিদুল্লাহ, বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহিন, সহ সভাপতি আনোয়ার পারভেজ সুজন, সাবেক সেক্রেটারি আরিফুল ইসলাম, সাংবাদিক বিল্লাল হোসেন, এসময় মরহুম সফিউল্লাহর ছোট ভাই, সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত থেকে খাবার বিতরন কালে সকলের কাছে সফিউল্লাহর রুহের মাগফেরাত ও দোয়া কামনা করেন।